Description
PRODUCT :
- Solution for thinning hair
- This light hair tonic mist is formulated with Folligen Complex to provide essential nutrients to the scalp and hair follicles to strengthen the scalp.
- Considered to be a necessity for a healthy moisture balance, it is easily absorbed into the hair follicles and scalp.
- An ideal product for those who want to nourish their scalp while strengthening their damaged hair.
KEY INGREDIENTS :
- Apple Cider Vinegar
- Panthenol
- Zingiber Officinale (Ginger) Root Extract
- Ganoderma Lucidum (Mushroom) Extract
HOW TO USE :
- After showering, spray evenly on the clean scalp and massage.
- Use once a day.
- Can be used on both wet or dry scalp.
Ingredients:
- Purified water, ethanol, glycerin, caprylic/capric triglyceride, biotin, ceramide NP, panthenol, propanediol, adenosine, peppermint oil, sabal palm fruit extract, allantoin, ganoderma lucidum extract, red ginseng extract, caffeic acid, Rosemary leaf extract, Ecklonia cava extract, nettle leaf extract, rock stone flower root extract, yam root extract, peony root extract, ginger extract, sorghum extract, caprylyl glycol, lecithin, 1,2-hexanediol, ethylhexylglycerin, Polysorbate 80, PEG-60 hydrogenated castor oil, disodium EDTA, citric acid, sodium citrate, fragrance
Arifa Jahan –
AlYAL’S এর সাথে পথচলা শুরু হয় ২০২৩ সালের আগস্ট থেকে, আসলে আমি তখন থেকেই ব্যাসিক স্কিন কেয়ার শুরু করি। তার আগে আমি স্কিন কেয়ার সম্পর্কে জানতাম না। এক আপু আমাকে এই গ্রুপে এড করেছে।
আমি শুরু টাই করিছি পেইজের মডারেটর আপুদের পরামর্শ নিয়ে। সব থেকে মজার বিষয় হলো আমি যখন এ নক দিয়েছি সাথে সাথে রিপ্লাই পেয়েছি। এবং সব সময় আপুরা সময় দেন ব্যবহার ও খুব ভালো আপুদের।
এবার আসি প্রোডাক্ট রিভিউ তে
আসলে আমি যেহেতু অর্ডার করার আগে মডারেটর আপুদের পরামর্শ নিয়ে অর্ডার করি তাই সব প্রোডাক্ট এ আমাকে স্যুট করেছে। ব্যবহার করে ভালো ফিল করেছি। তবে তার মধ্যে বেস্ট কিছু প্রোডাক্ট আছে যেগুলা আমার কাছে অনেক বেশি প্রিয় আর আরামের হয়ে গেছে। এগুলা ছাড়া আমি অন্য প্রোডাক্ট এ যেতে ১০০ বার ভাবতে হবে।
দুইটা সানক্রিম নিয়ে কথা বলতে চাই একটা হলো Beauty of Joseon এর Relief Sun:Rice+probiotics
SPF50+PA++++
এটা ব্যবহার এর পর স্কিন এতো সুন্দর গ্লো করে। তেল তেলে হয়না, স্কিন কালো দেখায় না। হোয়াইট কাস্ট দেয়না। নিজেকে দেখতে ভালো লাগে তখন মাশা আল্লাহ। এক কথায় অসাধারণ।
আর দ্বিতীয় সানক্রিম টা হলো NIVEA UV Super Water 50 gel
SPF 50 PA+++
এটাও খুব ভালো তেল তেলে হবেনা স্কিন গ্লো করে, ব্যবহার এর কিছুক্ষণের মধ্যেই মিশে যায় সব থেকে ভালো যেই বিষয় টা তা হলো স্কিন কালো লাগেনা। এবং কোনো হোয়াইট কাস্ট দেয়না।
এবার আসি আমার অনেক প্রিয় তিনটা মশ্চারাইজার এর রিভিউ ন
DEEP H Moisture GEl
আরেকটি হলো
DEEP C Moisture Gel
এ দুইটা মশ্চারাইজার এর কথা বলতে গেলে প্রথমেই যে কথা টা বলতে চাই সেটা হলো দামে কম মানে ভালো। অল্প বাজেটের মধ্যে বেস্ট মশ্চারাইজার আমার কাছে মনে হয়। দেওয়া পর পর এই মুখের মধ্যে একদম মিশে যায়। শান্তি শান্তি ফিল হয়।
❤️আরেকটা বেস্ট মশ্চারাইজার এর কথা বলতে চাই
যেটা আমি এখন ব্যবহার করছি
PURITO
SEOUL
MIGHTY BAMBOO PANTHENOL CREAM
এটা দেওয়া পর আমি একটা খেয়াল করছি আমার স্কিন আগের থেকে ব্রাইট হয়েছে এবং ব্রণ এর প্রবণতা কমেছে। এবং স্কিন আগের থেকে স্মুথ হয়েছে যেটা আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম। এটা আমার এত্ত ভালো লাগে তাই আমি এটা পরিমাণ এ বেশি ব্যবহার করি।
আমার মতে বেস্ট বেস্ট বেস্ট একটা মশ্চারাইজার
এবার ফেসওয়াস নিয়ে বলতে চাই
আমার ব্যবহার করা বেস্ট ফেসওয়াস এটা
LUNIK
CENTELLA BUBBLE Cleansing Foam
এটা খুব ভালো লেগেছে আমার ফেস খুব সুন্দর ভাবে ক্লিন করে এবং স্কিন ড্রাই হয়না এর ফোম হয়ে বের হওয়ার কারণ এ বেশি বের হয়না। অনেক দিন ব্যবহার করা যায়।
পরিশেষে বলতে চাই আমার লেখা প্রতিটা কথা সত্য বানোয়াট কিছু লিখিনি অথেনটিক রিভিউ।
পুরুস্কারের উদ্দেশ্য নিয়ে আসলে লিখিনি উপকার পেয়েছি তাই ভাবলাম এই সুজুগে দিয়ে দেই রিভিউ।
আমার সব প্রোডাক্ট আমি 💫 ALYAL’S💫 (আলইয়াল’স) থেকেই নেওয়া। অন্য কোথাও থেকে কিনবো এটা ভাবতেও পারিনা।