Description
Experience the transformative power of COSRX Advanced Snail 92 All In One Cream. This unique cream combines the healing benefits of snail mucin with a lightweight, hydrating formula. It deeply nourishes the skin, promoting a radiant and youthful glow. With its high concentration of 92% snail secretion filtrate, this cream works wonders for your complexion.
What is COSRX Advanced Snail 92?
The COSRX Advanced Snail 92 is an all-in-one cream designed for all skin types. It offers multiple benefits, including hydration, repair, and protection. This cream is especially effective for those dealing with dryness, uneven texture, and signs of aging.
Key Benefits:
- Intense Hydration: The COSRX Advanced Snail 92 cream delivers deep moisture. It keeps your skin hydrated throughout the day and prevents dryness.
- Improves Skin Texture: Regular use of this cream helps smooth rough patches. You will notice a significant improvement in your skin’s overall texture.
- Promotes Healing: Snail mucin is known for its healing properties. It helps reduce the appearance of acne scars and blemishes, promoting a clearer complexion.
- Enhances Elasticity: This cream supports skin elasticity. As a result, your skin feels firmer and appears more youthful.
- Soothes Irritation: The formula includes calming ingredients that soothe irritated skin. It provides relief and comfort, particularly for sensitive areas.
- Lightweight and Non-Greasy: Despite its rich formulation, the cream feels lightweight on the skin. It absorbs quickly without leaving a greasy residue.
Key Ingredients:
- 92% Snail Secretion Filtrate: This powerful ingredient helps hydrate, repair, and rejuvenate the skin. It is rich in glycoproteins, glycolic acid, and hyaluronic acid.
- Hyaluronic Acid: Known for its ability to retain moisture, hyaluronic acid helps plump the skin and reduce the appearance of fine lines.
Allantoin: This soothing agent promotes healing and reduces irritation. It makes the cream suitable for sensitive skin types.
- Vitamin C: This antioxidant helps brighten the skin and improve overall tone. It also fights free radicals and protects against environmental damage.
How to Use COSRX Advanced Snail 92 All In One Cream:
- Cleanse Your Face: Start with a gentle cleanser to remove impurities.
- Apply Toner: Use your favorite toner to prep your skin for better absorption.
- Use the Snail Cream: Take a small amount of the COSRX Advanced Snail 92 cream. Gently apply it to your face and neck.
- Massage Gently: Use your fingertips to massage the cream into your skin. Allow it to absorb fully.
- Follow with Moisturizer: For extra hydration, layer a moisturizer on top if needed.
Why Choose COSRX Advanced Snail 92?
This cream is a versatile addition to your skincare routine. It acts as a moisturizer, treatment, and soothing agent in one. You can use it day or night. The formula is free from harmful additives, making it safe for daily use.
Why Buy COSRX Advanced Snail 92 All In One Cream 100g from alyalsbd.com?
- Authenticity Guaranteed: We ensure that you receive only genuine COSRX products. Our commitment to quality means you can shop with confidence.
- Competitive Pricing: We offer the best prices on COSRX skincare products. Enjoy great value without compromising on quality.
- Seamless Shopping Experience: Our website is user-friendly. Enjoy easy navigation, secure payment options, and fast shipping.
- Exceptional Customer Service: Our team is dedicated to providing excellent support. Contact us with any questions or concerns, and we will assist you promptly.
- Customer Reviews: Join a community of satisfied customers. Read reviews to see how COSRX Advanced Snail 92 has transformed their skin.
Conclusion: Experience the Power of COSRX Advanced Snail 92
Elevate your skincare routine with COSRX Advanced Snail 92 All In One Cream. Experience the benefits of intense hydration, improved texture, and enhanced elasticity. This cream is your go-to solution for achieving healthy, radiant skin.
Order now from alyalsbd.com and unlock the secret to beautiful skin!
Contact us via the links below with any questions:
Arifa Jahan –
AlYAL’S এর সাথে পথচলা শুরু হয় ২০২৩ সালের আগস্ট থেকে, আসলে আমি তখন থেকেই ব্যাসিক স্কিন কেয়ার শুরু করি। তার আগে আমি স্কিন কেয়ার সম্পর্কে জানতাম না। এক আপু আমাকে এই গ্রুপে এড করেছে।
আমি শুরু টাই করিছি পেইজের মডারেটর আপুদের পরামর্শ নিয়ে। সব থেকে মজার বিষয় হলো আমি যখন এ নক দিয়েছি সাথে সাথে রিপ্লাই পেয়েছি। এবং সব সময় আপুরা সময় দেন ব্যবহার ও খুব ভালো আপুদের।
এবার আসি প্রোডাক্ট রিভিউ তে
আসলে আমি যেহেতু অর্ডার করার আগে মডারেটর আপুদের পরামর্শ নিয়ে অর্ডার করি তাই সব প্রোডাক্ট এ আমাকে স্যুট করেছে। ব্যবহার করে ভালো ফিল করেছি। তবে তার মধ্যে বেস্ট কিছু প্রোডাক্ট আছে যেগুলা আমার কাছে অনেক বেশি প্রিয় আর আরামের হয়ে গেছে। এগুলা ছাড়া আমি অন্য প্রোডাক্ট এ যেতে ১০০ বার ভাবতে হবে।
দুইটা সানক্রিম নিয়ে কথা বলতে চাই একটা হলো Beauty of Joseon এর Relief Sun:Rice+probiotics
SPF50+PA++++
এটা ব্যবহার এর পর স্কিন এতো সুন্দর গ্লো করে। তেল তেলে হয়না, স্কিন কালো দেখায় না। হোয়াইট কাস্ট দেয়না। নিজেকে দেখতে ভালো লাগে তখন মাশা আল্লাহ। এক কথায় অসাধারণ।
আর দ্বিতীয় সানক্রিম টা হলো NIVEA UV Super Water 50 gel
SPF 50 PA+++
এটাও খুব ভালো তেল তেলে হবেনা স্কিন গ্লো করে, ব্যবহার এর কিছুক্ষণের মধ্যেই মিশে যায় সব থেকে ভালো যেই বিষয় টা তা হলো স্কিন কালো লাগেনা। এবং কোনো হোয়াইট কাস্ট দেয়না।
এবার আসি আমার অনেক প্রিয় তিনটা মশ্চারাইজার এর রিভিউ ন
DEEP H Moisture GEl
আরেকটি হলো
DEEP C Moisture Gel
এ দুইটা মশ্চারাইজার এর কথা বলতে গেলে প্রথমেই যে কথা টা বলতে চাই সেটা হলো দামে কম মানে ভালো। অল্প বাজেটের মধ্যে বেস্ট মশ্চারাইজার আমার কাছে মনে হয়। দেওয়া পর পর এই মুখের মধ্যে একদম মিশে যায়। শান্তি শান্তি ফিল হয়।
❤️আরেকটা বেস্ট মশ্চারাইজার এর কথা বলতে চাই
যেটা আমি এখন ব্যবহার করছি
PURITO
SEOUL
MIGHTY BAMBOO PANTHENOL CREAM
এটা দেওয়া পর আমি একটা খেয়াল করছি আমার স্কিন আগের থেকে ব্রাইট হয়েছে এবং ব্রণ এর প্রবণতা কমেছে। এবং স্কিন আগের থেকে স্মুথ হয়েছে যেটা আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম। এটা আমার এত্ত ভালো লাগে তাই আমি এটা পরিমাণ এ বেশি ব্যবহার করি।
আমার মতে বেস্ট বেস্ট বেস্ট একটা মশ্চারাইজার
এবার ফেসওয়াস নিয়ে বলতে চাই
আমার ব্যবহার করা বেস্ট ফেসওয়াস এটা
LUNIK
CENTELLA BUBBLE Cleansing Foam
এটা খুব ভালো লেগেছে আমার ফেস খুব সুন্দর ভাবে ক্লিন করে এবং স্কিন ড্রাই হয়না এর ফোম হয়ে বের হওয়ার কারণ এ বেশি বের হয়না। অনেক দিন ব্যবহার করা যায়।
পরিশেষে বলতে চাই আমার লেখা প্রতিটা কথা সত্য বানোয়াট কিছু লিখিনি অথেনটিক রিভিউ।
পুরুস্কারের উদ্দেশ্য নিয়ে আসলে লিখিনি উপকার পেয়েছি তাই ভাবলাম এই সুজুগে দিয়ে দেই রিভিউ।
আমার সব প্রোডাক্ট আমি 💫 ALYAL’S💫 (আলইয়াল’স) থেকেই নেওয়া। অন্য কোথাও থেকে কিনবো এটা ভাবতেও পারিনা।
Afra Anika –
সেই ২০২১ সাল থেকে এই পেজ থেকে কেনাকাটা করি।
আমার কোরিয়ান স্কিন কেয়ার প্রথম শুরু ই হয় Alyal পেজ থেকে JNH facewash & COSRX snail Cream কিনে।
এর পর আস্তে আস্তে কোরিয়ান জিনিসের প্রতি আগ্রহ আরও বাড়ে।
তারপর Acwell Toner টিও প্রথম এই পেজ থেকে কিনি।
আমি যখন ই কিছু কিনতে যাই স্কিন কেয়ার সংক্রান্ত সবার আগে এই পেজটি তে চেক করি যে আমার সেই জিনিস এই পেজে আছে কিনা।
এখন কোরিয়ানের পাশাপাশি ইদানীং জাপানিজ স্কিন কেয়ার জিনিস ও ভালো লাগা শুরু হল। তাই আমার ৬তম কিনা টা তেও জাপানিজ অয়েল ছিল।
আসলে এত নকলের বাজারে অথেন্টিক কিছু পাওয়া অনেক কঠিন। তার উপর অথেনটিক কিন্তু দাম কম সেটা পাওয়া ত অসম্ভব।
এই Alyal পেজের আপু ডাক্তার হওয়াতে সেই ভয় টিও নেই। যা ই নিব,জানি অথেনটিক ই হবে।
আমাকে কেউ অথেনটিক পেজ জানতে চাইলে।সব সময় এই পেজ ই সাজেস্ট করে আসছি।এই পেজের আরেকটা বিষয় ভালো লাগে তা হল পারসেলের সাথে গিফট থাকবেই।
আমি খুব renowned একটা পেজ থেকে এসেন্স order করি। কিন্তু ভাগ্যবশত আমি delivery men এর সামনে চেক করাতে সেই এসেন্স যে ভাংগা ছিল সেটা প্রকাশ পেয়ে যায়। আমি খুব ই অবাক হলাম যে এত renowned পেজ কি করে একটা কাচের জিনিস এমন সাধারণ পেকেজিং এ পারসেল দিল।পরে অবশ্য তারা আমাকে আবার ফ্রেশ টা দিয়েছিল।
কিন্তু alyal পেজে পেকেজিং এত ভালো যে কাচের জিনিস একদম ঠিক থাকে। আর পারসেলে লাল কালি দিয়ে লিখা ই থাকে যে ‘fragile’ যাতে পারসেল সাবধানে মুভ করা হয়।এই বিষয় টা আমি অন্য পেজে দেখি নাই।
সব মিলিয়ে আমার অনেক পছন্দের পেজ Alyal🥰🥰
Fanzia Zaman Himadri –
Cosrx Advanced Snail 92All In One Cream: 🍃
ময়েশ্চারাইজার এর ব্যাপারে আমি একটু ভয়ে থাকি সবসময়। অন্য প্রোডাক্ট গুলো স্যুট করে গেলেও সব রকমের ময়েশ্চারাইজার আমার স্যুট করে না।২ বছর হলো এই ক্রীমটা ইউজ করছি। জেল টাইপ হওয়ার জন্য হেভি ফিল হয় না,আবার শীতকাল আমার অন্য প্রোডাক্টগুলোর সাথে ভালো পেয়ার্ড আপ ও হয়। শীতের চেয়ে গ্রীষ্মের সময় আমার এটা ব্যবহার করতে বেশি ভালো লাগে।
Love the product! 🤎
Tabassum binte hossain –
আমার ব্যাসিক স্কিন কেয়ারের শুরুটাই হয় Alyal’s এর হাত ধরে, বিশ্বস্ত বান্ধবির মাধ্যমে খোজ পাই, তারপর থেকে যখন ইচ্ছা পেজে নক দিয়ে কত সাজেশন ও উপকার পেয়েছি তার কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে,, আলহামদুলিল্লাহ। প্রতিটা প্রডাক্ট ডিটেলস ও পরামর্শ পেজ থেকে পেয়েছি। এরপর থেকে অপেক্ষায় থাকতাম ইয়ার্ড সেল/অফার সেলের। টাকা জমিয়ে জমিয়ে একবারে সব স্কিন কেয়ার প্রডাক্ট কেনা হয়েছে একাধিকার। অথেনটিক ও বিশ্বাসের জায়গা মানেই আমার কাছে Alyal’s. কেও স্কিন কেয়ার প্রডাক্ট নিতে চাইলে আমি বিনা দ্বিধায় Alyal’s এর নাম বলি, এ ছাড়া আমার কাছে বিকল্প কোনো পেজ মাথায় আসেনা।
প্রতিটা প্রডাক্ট ইউস করে আমি সন্তুষ্ট, দুই তিন বছর ধরে ইউস করছি এখন পর্যন্ত স্কিনে কোনো সমস্যা হয়নি আমার সেন্সিটিভ স্কিনে। তাই অন্যান্য ভেজাল ও নকল প্রডাক্ট এর পেজের ভিড়ে Alyal’s সর্বদা বিশ্বাসের জায়গা ধরে রাখবে বলে আশা রাখি ইন শা আল্লহ ❤️❤️
ikfatkoly –
#reviewpost😍
#contest✨
আসসালামু আলাইকুম আপুরা আশা করি ভালো আছেন সবাই। চলে আসলাম আপনাদের জন্য রিভিউ নিয়ে। আমরা যে-ই পেজ থেকে জিনিস কিনি না কেনো প্রথমেই কিন্তু রিভিউ দেখি তারপর যাচাই বাছাই করে পারচেজ করি আমিও তার ব্যাতিক্রম নই।😌
তো আমি আমার স্কিন কেয়ার এর প্রডাক্টস কয়েকটা পেজ থেকে অর্ডার করেছিলাম কিন্তু সব গুলোই আনফর্চুনেটলি ফেইক ছিলো, বিশেষ করে স্নেইলের ক্রিম এটার এতো ফেইক ভার্সন কি বলবো! ৩ বার অর্ডার করছিলাম ৩ বার-ই ফেইক পাইছি।🥹💔
অবশেষে আলইয়াল’স পেজটা আমার সামনে আসে আর আমি রিভিউ দেখি + সেল চলতেছিলো সো দেরি না করে আমি অর্ডার করে ফেলি প্রায় ৫ হাজার টাকার মতো প্রডাক্টস আর আপুরা আমাকে সারপ্রাইজ গিফট হিসেবে একটা #PALMOLIVE সোপ দিয়েছিলেন আর ডেলিভারি চার্জ ও ফ্রি ছিলো।😍
১. প্রথমেই বলি ময়েশ্চারাইজারটা নিয়ে,
স্নেইলের ময়েশ্চারাইজার এর কথা কি আর বলবো এটা ইউজ করা আমার ড্রিম ছিলো আর কম্বিনেশন স্কিনের জন্য এটা পারফেক্ট। যদিও আমার স্কিন শীত আসার পর ড্রাই হয়ে গেছে তাই আমি এম্পুল (Farmstay collagen & hyaluronic acid, all in one ampoule) এড করেছি। এটা ইউজের পর স্কিন অনেক সফট হেলদি আর টানটান দেখায় যা দেখতে অনেক স্যাটিসফাইং।🤩
২. কজারক্স এডভান্সড স্নেইল ৯৬ মিউসিন পাওয়ার এসেন্স👇
এটাও মোস্ট হাইপড একটা প্রডাক্ট, এটা স্কিনকে এক্সট্রা ময়েশ্চারাইজড রাখে + এন্টি এজিং এর কাজ করে। আমার স্মাইল লাইন ছিলো আর এটার জন্য (The ordinary argireline solution 10%) ইউজ করছিলাম কিন্তু এটার থেকে স্নেইল মিউসিন্সের কাজ চোখে পড়ার মতো ছিলো। প্রতিদিন রাতে ইউজ করি আমি আর সকালে উঠেই দেখি স্মাইল লাইন গায়েব + স্কিন অনেক হেলদি আর প্লাম্পি দেখায়। দেখতেও অনেক ভাল্লাগে ভাই নিজের স্কিন দেখে নিজেই ক্রাশ খাই।🫠
৩. স্কিন একুয়া সান্সক্রিন👇
এটাও অনেক ভাইরাল একটা সান্সক্রিন। রিজনেবল প্রাইসে ১১০ গ্রাম, যা অনায়াসে ৫/৬ মাস অন্তত চলে যাবে। এটা কোন হুয়াইট কাস্ট দেয় না যার কারনে ইউজ এর পর স্কিনের সাথে ইজিলি মিশে যায় আর স্কিনে ইন্সট্যান্ট একটা গ্লো দেয়।🥰
৪. কজারক্স টোনার👇
রিসেন্টলি আমার বাম্পসের প্রব্লেম হইছিলো এটা ইউজ করার পর সেটা চলে গেছে আলহামদুলিল্লাহ। ব্ল্যাক হ্যাড হুয়াইট হ্যাড দূর করতেও অনেক কার্জকরী।
৫. ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম👇
এটা মাত্র দুইদিন হলো ইউজ করছি যদিও আমার কোন প্রব্লেম নাই স্পটের তাও ব্রাইটেনিং এর জন্য ইউজ করছি।
আলইয়াল’স পেজের আপুরা অনেক ভালো, রিসেন্টলি আমার স্কিনে বাম্পস উঠেছিলো আপুদের মেসেজ দেওয়ার পর উনারা কজারক্সের টোনারটা সাজেস্ট করছিলেন। উনারা মেসেজ দেওয়ার পরপরই রেস্পন্স করেন যেইটা আমার খুবই ভালো লেগেছে কারন অনেক পেজ রেস্পন্স করতে অনেক লেট করে বাট আপুরা অনেক ফ্রেন্ডলি।🫶
ডেলিভারি ম্যান একবার অনেক বাজে বিহেভ করছিলো আপুদের বলার পর উনারা সেটার সমাধান করছেন + পাঠাও থেকে ভাইয়া কল করে স্যরি ও বলছিলেন যদিও এখানে আপুদের কিছু ছিলো না তাও উনারা আমার জন্য এতোটা করেছেন এজন্য উনাদের কাছে আমি কৃতজ্ঞ।😊
সবশেষে একটা কথাই বলবো আলইয়াল’স থেকে আপনারা চোখ বুজে পারচেজ করতে পারেন সবগুলো প্রডাক্টস অথেনটিক। ফার্স্ট দিন আমি চেক করছিলাম সবগুলো প্রডাক্টস অথেনটিক কি না, সবগুলোই অথেনটিক ছিলো যার কারনে এখন আমি পারচেজ করলে আর চেক করার দরকারই মনে করি না। দুয়া রইলো আপুরা অনেক ভালো থাকুক আর আমাদের এরকম ভালো, অথেনটিক প্রডাক্টস এনে দিক।
Take lots of love ALYAL’S❤️✨
Munawwara Mony –
অথেনটিক প্রোডাক্ট এর জন্য আমি ALYAL’S থেকে চোখ বন্ধ করে প্রোডাক্ট নিই। Cosrex snail All in One cream আমার কাছে বেস্ট একটা মশ্চারাইজিং ক্রিম। যেহেতু আমার ড্রাই স্কিন , শীতকাল ছাড়া বাকি সময় এটা প্রেফার করি। কোন স্টিকি ভাব নেই, দ্রুত এবসর্ভ হয়, এটা একটা ভালোবাসা ❤️❤️
Mahreen –
One of the best moisturizer that I’ve used. Emnitei amr face e heavy Kono moisturizer suit Korte chayna, abar winter e heavy kichu na korle skin fete jay, eisob problems fix koreche ei cream ta. Doesn’t feel that much heavy when I use it with toner and serum, at the same time it hydrates my skin very well. Recommend!
Sumaiya (verified owner) –
Jader skin ekdom damage tader jonno best.. Normal skin er jonnow vlo hobee.. Amar skin jokhon damage chilo tokhon ami ayta use korei amar skin thik korechii..amar oily acne pron sensitive skin. Amar Allergy problem thakar porew kivabe jeno ayta amar onk vlo vhabei suit korche..Allergy problem thakle ayta apnara kew use korben nah.. Amnite ay moisturizer ta onk vlo skin glowing moisturizing, damage skin repair korte onk help kore..ayta ami 2 ta use korechi…