ত্বকের যত্নে সিরামের (Serum) জাদু: আপনার জন্য কোনটি উপযুক্ত ?

আমরা অনেকেই এখন নানা ধরনের সিরাম ব্যবহার করে থাকি। তবে অনেকেই হয়তো বুঝতে পারি না আমাদের স্কিনের সমস্যার জন্য কোন সিরামটি উপযোগী বা কোন সিরামটি আমাদের ব্যবহার করা উচিত। আজকের পোস্টে সিরাম নিয়ে আপনাদের যত কনফিউশান আছে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো।

সিরাম (Serum) কি?

সিরাম (Serum) হচ্ছে একটি উচ্চ ঘনত্ব বিশিষ্ট এবং নানান ধরনের একটিভ উপাদানযুক্ত লিকুইড । এটি অতি ক্ষুদ্র মলিকিউল দিয়ে তৈরি এবং খুব সহজেই ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের বিভিন্ন সমস্যাকে টার্গেট করে কাজ করে।

আমাদের একেকজনের স্কিনে একেক ধরনের সমস্যা হয়ে থাকে এবং সমস্যা অনুযায়ী সিরামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমাদের স্কিনের জন্য উপযোগী সিরাম বাছাই করতে হলে প্রথমেই জানতে হবে আমাদের স্কিনের জন্য কি প্রয়োজন বা কোন সমস্যার সমাধান আমরা করতে চাচ্ছি।

আমাদের ত্বকের চাহিদা অনুযায়ী সিরামের উপাদানও ভিন্ন হয়ে থাকে।

নিচে সিরামের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো:

ব্রাইটেনিং সিরাম

 সিরামের কথা শুনলে যে কথাটি সবার প্রথমেই মাথায় আসে সেটি হলো ব্রাইটনেস। অনেক সময় দেখা যায় ঠিক মতো বেসিক কেয়ার করার পরও স্কিন খুব Dull লাগে, উজ্জ্বলতা হারিয়ে যায়। সেক্ষেত্রে রুটিনে একটি ব্রাইটেনিং উপাদানযুক্ত সিরাম এড করা যেতে পারে। যেসব সিরামে Vitamin C, Niacinamide, Alpha Arbutin, Hyaluronic Acid এসব উপাদান আছে সেগুলো স্কিনকে ব্রাইট ও গ্লোয়ি করতে সাহায্য করে৷ বিশেষ করে ভিটামিন সি ব্রাইটেনিং এর জন্য বেশ চমৎকার একটি উপাদান। এটি স্কিনকে সান ড্যামেজ থেকে রক্ষা করে, পিগমেন্টেশন, সানট্যান কমাতে সাহায্য করে।

ব্রাইটেনিং সিরাম

এক্সফলিয়েটিং সিরাম

 এ সিরামগুলো মূলত স্কিনের ডেড সেলস রিমুভ করে পোরস ক্লিন রাখে, বাম্পস, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস ও একনে হওয়ার প্রবনতা কমায়, স্কিন টেক্সচার ইম্প্রুভ করে। এসব সিরাম (Serum) Lactic Acid, Mandelic Acid, Malic Acid এধরনের একটিভ উপাদানযুক্ত হয়ে থাকে। স্কিনকে সুন্দর রাখতে আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহে অন্তত ২দিন স্কিনকে এক্সফলিয়েট করা। অনেকেই অনেক সময় বিভিন্ন ধরনের স্ক্রাব, হোমমেইড বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকেন যা স্কিন ব্যারিয়ারের জন্য হার্মফুল। তাই স্কিনের ডেড সেলস রিমুভ করতে কোনো ফিজিক্যাল স্ক্রাব ব্যবহার না করে এধরনের কেমিক্যাল এক্সফলিয়েটর ব্যবহার করা উচিত।

হাইড্রেটিং সিরাম

 হাইড্রেশন আমাদের স্কিনের জন্য খুবই জরুরি। অনেক সময় দেখা যায় শুধুমাত্র ময়েশ্চারাইজার ব্যবহার করে স্কিনকে ঠিকভাবে ময়েশ্চারাইজড রাখা যায় না। এক্ষেত্রে রুটিনে রাখতে পারেন কোনো হাইড্রেটিং সিরাম, টোনার বা এসেন্স।

স্কিনে এক্সট্রা হাইড্রেশন এর জন্য সিরাম ইউজ করতে চাইলে Peptide, Glycerin, Snail mucin, Ceramide, Panthenol, Hyaluronic Acid এ ধরনের উপাদানযুক্ত সিরাম এড করতে পারেন রুটিনে। Hyaluronic acid মূলত একটি শক্তিশালী humectant. এটি স্কিনের পানি ধরে রাখে যার ফলে স্কিন দীর্ঘসময় ময়েশ্চারাইজড থাকে, স্কিন ব্যারিয়ার ঠিক থাকে, স্কিন প্লাম্পি লাগে।

এন্টি এজিং সিরাম

এন্টি এজিং সিরাম

 Retinol, Vitamin A, Vitamin C, Hyaluronic Acid এসব উপাদান আমাদের এন্টি এজিং এর জন্য কাজ করে থাকে। বিশেষ করে Retinol এন্টি এজিং এর জন্য খুবই চমৎকার একটি উপাদান। এটি স্কিনের প্রায় সব ধরনের সমস্যার সমাধান করতে সক্ষম।  আমাদের বয়স যত বাড়তে থাকে স্কিনে তত রিংকেলস, ফাইন লাইনস, স্কিন কুচকে যাওয়া, বয়সের ছাপ পড়া এসব সমস্যা দেখা দেয়। তাই বয়স ২৫ হলেই আমাদের উচিত রুটিনে একটি এন্টি এজিং উপাদানযুক্ত সিরাম এড করা।

স্কিন ব্যারিয়ার repairing সিরাম

উলটা পালটা নাইট ক্রিম বা অন্যান্য কারণে স্কিন ড্যামেজ হয়ে পাতলা হয়ে যায়, রগ দেখা যায়। এ সময় স্কিন কেয়ারে Snail বা Peptide যুক্ত সিরাম এড করতে পারেন। Ceramide ও Sea buckthorn উপাদানগুলোও স্কিন রিপেয়ার ও ব্যারিয়ার স্ট্রং রাখতে সাহায্য করে।

কিছু সতর্কতা

১. সিরাম ব্যবহারের আগে বেসিক স্কিন কেয়ার মেইনটেইন করা জরুরি, না হলে উপকারের চেয়ে ক্ষতি হতে পারে।

২. স্কিন ভালোভাবে ক্লিন না করলে সিরাম ডিপ লেয়ারে কাজ করবে না।

৩. ১৮ বছরের নিচে সিরাম ব্যবহার না করাই ভালো, রেটিনল ২৫+ বয়সের জন্য।

৪. হাইড্রেটিং সিরাম ভেজা ফেইসে, ভিটামিন সি ও রেটিনল শুকনো ফেইসে ব্যবহার করুন।

৫. বিগিনারদের জন্য কম পার্সেন্টেজ যুক্ত সিরাম দিয়ে শুরু করা ভালো।

ভিটামিন সি সিরাম দিনে ব্যবহার করুন, সানস্ক্রিন অবশ্যই প্রয়োজন।

৬. ভিটামিন সি সিরাম দিনে ব্যবহার করুন, সানস্ক্রিন অবশ্যই প্রয়োজন।

৭. রেটিনল সিরাম রাতে কম পরিমাণে ব্যবহার করুন, পরদিন সানস্ক্রিন লাগান।

৮. হাইড্রেটিং সিরাম দিনে, এক্সফলিয়েটিং সিরাম রাতে ভালো।

৯. রেটিনল সিরাম ব্যবহার করলে সেদিন অন্য অ্যাক্টিভ উপাদানযুক্ত প্রোডাক্ট এড়িয়ে চলুন।

১০. সিরাম পরে ময়েশ্চারাইজার লাগালে সিরামের কার্যকারিতা বাড়ে।

১১. সিরামের উপাদান তালিকা ভালোভাবে চেক করুন, এলার্জি বা স্যুট না করলে এড়িয়ে চলুন।

সিরাম পরে ময়েশ্চারাইজার লাগালে সিরামের কার্যকারিতা বাড়ে।

চূড়ান্ত মন্তব্য

আপনার ত্বক আপনার প্রতিদিনের যত্নের প্রতিফলন। সঠিক সিরাম ব্যবহার করে আপনি আপনার ত্বককে আরও সুন্দর ও সতেজ রাখতে পারবেন। তবে সিরাম ব্যবহারের আগে ত্বকের ধরন এবং সমস্যাগুলি ভালোভাবে বুঝে নেওয়া জরূরি। সঠিক সিরাম বেছে নিয়ে এবং নিয়মিত ব্যবহার করে আপনি সুন্দর ও স্বাস্থ্যকর ত্বক পেতে পারেন।

যেকোনো স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্টই পেয়ে যাবেন Alyal’s BD তে। একদমই সুলভ মূল্যে এবং ১০০% অথেনটিক প্রোডাক্ট পেতে আজই যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট….!